বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ সভাপতি হলেন মাওলানা হাসানুজ্জামান

এস এম সাইফুল ইসলাম: চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাসানুজ্জামান পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) সকাল ৮টায় জেলা সদরের ঠাকুরপুর জামে মসজিদে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সংগঠনটির সেক্রেটারী মুফতী আখতারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার (২৩ জুন) বা’দ ফজর ঠাকুরপুর জামে মসজিদে সম্মিলিত উলামা কল্যাণ পরিষদ, চুয়াডাঙ্গা’র এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হুসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মুফতী আব্দুর রশিদ রজব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষে জরুরী আলোচনা হয়। এছাড়াও সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গার প্রাচীণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম বুজরুক গড়গড়ী মাদরাসার মুদাররিস, মাওলানা হাসানুজ্জামানকে পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচিত করা হয়েছে’।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহফুজুল আলম মাফি, দপ্তর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, স.দপ্তর সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, স. মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ ও হাফেজ মাওলানা ইয়াসিন প্রমুখ।

উল্লেখ্য: ‘সউক’ পরিষদের সাবেক সভাপতি শাইখুল হাদীস আল্লামা আবুল কালাম (রহ.)-এর ইন্তেকালের পর ততকালীন সহ-সভাপতি মাওলানা হাসানুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img