শনিবার | ১ নভেম্বর | ২০২৫

সিরিয়াতে রাশিয়ার বিমান হামলায় ৯ জন নিহত; আহত ৩০

সিরিয়ার উত্তরে অবস্থিত ইদলিব শহরের একটি সবজি বাজারে রাশিয়ার বিমান হামলায় সেখানকার ৯ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩০ জন আহত হয়েছে।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, রবিবার (২৫ জুন) এ হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার “হোয়াইট হেলমেট সিভিল ডিফেন্স গ্রুপ” জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রবিবার স্থানীয় সময় সকাল ১০.০৩ মিনিটে লাতাকিয়ার খেমিমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান শহরের কেন্দ্রস্থল ও একটি গ্রামের সবজি বাজারে হামলা চালায়।

২০১৮ সালের সেপ্টেম্বরে সিরিয়ার ইদলিবকে একটি ডি-এস্কেলেশন জোনে পরিণত করতে সম্মত হয় তুরস্ক ও রাশিয়া। যেখানে যে কোন ধরনের হামলা অথবা আগ্রাসনমূলক কাজ স্পষ্টভাবে নিষিদ্ধ। কিন্তু সিরিয়ার সরকার ও তার মিত্ররা মিলে এসব শর্ত ভঙ্গ করে এ নিরাপত্তা বেষ্টিত জায়গার অভ্যন্তরে বারবার হামলা চালিয়েছে।

উল্লেখ্য; ২০১১ সালে বাশার আল আসাদ সরকারের গণতন্ত্র বিরোধী আগ্রাসনের ফলে সিরিয়ায় ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লক্ষ মানুষ নিহত ও প্রায় এক কোটি মানুষ ঘরছাড়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img