এস এম সাইফুল ইসলাম: চুয়াডাঙ্গার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে “নবীন আলেমদের সংবর্ধনা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১ জুলাই) শনিবার প্রতাপপুর আল মুখতার দারুল হেদায়া (বালক-বালিকা) ক্বওমী মাদরাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়ালগাছি ইউনিয়ন উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আলী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী জুনাইদ আল হাবিব বলেন, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ চুয়াডাঙ্গাবাসীর প্রাণের সংগঠন। চুয়াডাঙ্গার মানুষের দ্বীনি রাহবারি করার জন্য আপনারা এক ও ঐক্যের সাথে কাজ করবেন। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। উলামায়ে কেরামের মধ্যে যেন কেউ ফাটল তৈরি করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে এবং ঐক্যের সাথে চলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আব্দুর রাজ্জাক বলেন, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষকে দ্বীনমুখী মসজিদমুখী করার চেষ্টা করছে।
চুয়াডাঙ্গা জেলায় কোনো বাতিল ফেরকার ঠাই হবে না বলে হুশিয়ারী করে তিনি বলেন, ইদানীং আমরা লক্ষ্য করছি হেযবুত তাওহীদসহ বিভিন্ন বাতিল সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে। এবব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষের ঈমান নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। আপনারা চুয়াডাঙ্গাবাসীর ঈমান আমল রক্ষার অতন্দ্র প্রহরী।
আয়োজিত নবীন আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নদভী।
ক্বারী মুহাম্মাদ জুবাইদুর রহমান জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জীবননগর থানা শাখা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবর রহমান গওহরী, সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, দামুড়হুদা থানার সাধারণ সম্পাদক মুফতি আলী আকবর, দর্শনা থানার সভাপতি মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুফতি জুনাইদ আল-আজাদ। মাওলানা মুহাম্মাদ হেলাল উদ্দিন এবং জেলা উলামা পরিষদের মিডিয়া বিষয়ক সম্পাদক মুফতি মাসউদুর রহমান খান প্রমুখ।