ভারতের মহারাষ্ট্র প্রদেশের এরন্দোল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদে তালা ঝুলিয়েছে স্থানীয় প্রশাসন। একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন থেকে বলা হয়েছে এটি অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। এই ঘটনায় মসজিদ কমিটি হাইকোর্টে মামলা রুজু করেছে।
মসজিদ কমিটিকে আইনি পরামর্শ দেওয়া শাহিদ নাদিম বলেন, মামলার গুরুত্বের কথা উল্লেখ করে দ্রুত শুনানির তারিখ চাওয়া হলেও সেই আর্জি মঞ্জুর করেনি আদালত।
তিনি আরো বলেন, মসজিদটিতে প্রশাসন কর্তৃক তালা ঝোলানো বেআইনি। কারণ এই মসজিদ গড়ে উঠেছে রেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তির উপর। তাই এই মসজিদ নিয়ে যে কোনও বিবাদের মীমাংসা করবে ওয়াকফ ট্রাইব্যুনাল কালেক্টর।
মসজিদ কমিটি প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মসজিদে নামাজ পড়া চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিল। তবে তা বাতিল করে উল্টো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এরন্দোল শহরের উগ্র হিন্দুত্ববাদী দল ‘ভারা সংগ্রাম সমিতির’ সভাপতি প্রমধুসূদন দণ্ডভাতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, হিন্দুদের মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছে।
সূত্র: মুসলিম মিরর











