শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে হিন্দু মন্দির প্রদর্শন ও আন্তধর্মীয় সংলাপে যোগ দিলেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব

বর্তমানে মক্কা-ভিত্তিক সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লিগের (এমডব্লিউএল) মহাসচিব শেখ মুহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা ৫ দিনের ভারত সফরে রয়েছেন। আর এ সফরের অংশ হিসেবে তিনি রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত হিন্দুদের মন্দির স্বামীনারায়ণ অক্ষরধাম পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও একটি বৈঠক করেছেন।

তিন ঘন্টাব্যাপী পরিদর্শনকালীন সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে একটি আন্তঃধর্মীয় সংলাপেও যোগ দেন।

পরিদর্শন পরবর্তী এক বিবৃতিতে তিনি বলেন, “বিচিত্রতা থাকা সত্ত্বেও ঐক্যের ক্ষেত্রে ভারত একটি বড় উদাহরণ।”

এর পূর্বে ঈসা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে উভয়ের মধ্যে মানবজাতির উন্নয়নের পাশাপাশি বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এছাড়াও বৈঠকে ধর্মীয় চরমপন্থা মোকাবেলার বিষয়েও ঈসার সঙ্গে সহমত পোষণ করেন নরেন্দ্র মোদি।

রবিবার তিনি পুরাতন দিল্লির জামে মসজিদে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেন। খুতবায় তিনি ধর্মীয় উগ্রবাদের তীব্র নিন্দা জানান।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ৪০০ বছরের পুরনো এই মুঘল মসজিদের ইতিহাসে তিনিই প্রথম ব্যাক্তি যিনি ভারতের বাইরে থেকে এসে নামাজের ইমামতি করালেন।

উল্লেখ্য; তার এ সফর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের দাবি তিনি ভারতের মুসলিম নির্যাতনের বিষয়টি মানুষের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ