শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে পুলিশি হেফাজতে মুসলিম যুবকের মৃত্যু

ভারতের হারিয়ানা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় শহর ফরিদাবাদে পুলিশি হেফাজতে শাইকুল খান নামক এক মুসলিম যুবকেকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ভারতের রাজস্থান প্রদেশের গোবিন্দগড়ের বাসিন্দা ছিলেন।

গত শুক্রবার সাইকুল খান সহ আরো ৪ জনকে সাইবার জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে হারিয়ানা পুলিশ। একই দিনেই তাদের আদালতে হাজির ও রিমান্ডে নেওয়া হয়।

গ্রেফতারের প্রথম দিনই তিনি নিজের শ্বাসকষ্টের কথা পুলিশকে জানান। এতে তাকে কিছু সময়ের জন্য হাসপাতালে পাঠানো হয়। পরের দিন আবারো এমন পরিস্থিতির কথা জানালে পুলিশ তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করে। যার ২ ঘণ্টা পরে তার মৃত্যু হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের কাছ থেকে ফোন পাওয়ার পর তারা হাসপাতালের গন্তব্যে রওনা হয়। সেখানে পৌঁছানোর তারা শাইকুল খানকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় তার শরীরে একের অধিক ক্ষতচিহ্ন পাওয়া যায়।

মৃত মুসলিম যুবকের এক বন্ধু জানিয়েছেন, পুলিশি হস্তক্ষেপে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মোটরসাইকেলে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত সাইকুলের কোন ক্রিমিনাল রেকর্ড ছিল না। তিনি সরকারি পরীক্ষার জন্য দারুন ভাবে প্রস্তুতি গ্রহণ করছিলেন। এছাড়াও তিনি সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ সদস্য জানান, তিনি থানায় অবস্থানকালীন সময়ে সাইকুলকে প্রচন্ড মারধর করতে দেখতে পেয়েছিলেন।

সূত্র: দি অবসারভার পোস্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ