নতুন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠকে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে বিদ্যমান সম্পর্ককে আরো কার্যকরী করে তুলতে স্ট্রাটেজিক কাউন্সিল,যৌথ অর্থনৈতিক কমিশন ও দ্বিপাক্ষিক সহযোগিতা কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও সংস্কৃতি, কৃষি ও পারমাণবিক শক্তি খাতে উন্নয়ন, চায়না বেল্ট এন্ড রোড ইনশিয়েটিভ এবং মিডল করিডোর প্রকল্প বাস্তবায়নে দু’দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে।
এছাড়া বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্যিক সম্পর্ককে টেকসই ও ভারসাম্যপূর্ণ করে তুলে কীভাবে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো এগিয়ে নেওয়া যায় এবিষয়েও আলাপ হয় এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মাঝে। মধ্যপ্রাচ্য, ইউক্রেন-রাশিয়া সহ আরো বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন তারা। বিশেষত নির্যাতিত নিপীড়িত ও অধিকার বঞ্চিত চীনের উইঘুর জাতিদের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে আলাপ তুলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
এর আগে আঙ্কারায় গিয়ে পৌঁছলে অভিজ্ঞ এই চীনা পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে গ্রহণ করে নেয় তুরস্ক।
সূত্র: ডেইলি সাবাহ এরাবিক











