২০২৩ সালে ভারতের উত্তরপ্রদেশের মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ৮৪ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (ইউপিএমইবি)। যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ থেকে সামান্য বৃদ্ধি পেয়েছে।
মাদরাসা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ৫৩৯ টি কেন্দ্রে মোট ১ লাখ ৬৯ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে মাওলানা, আলিম, কামিল ও ফাজিল পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল।
শিক্ষা বোর্ডের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ছেলেদের মধ্যে উত্তীর্ণ সংখ্যা ৫৪ হাজার ৪৮১ হলেও মেয়েদের মধ্যে উত্তীর্ণদের সংখ্যা ৫৫ হাজার ৪৬ জন।
মাওলানা পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ১ হাজার শিক্ষার্থীর মধ্যে ৭৯.২১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
আলেম পরীক্ষায় ২৯ হাজার ৪৯৬ জনের মধ্যে ২৩ হাজার ৮৮৮ জন পরীক্ষার্থী পাস করেছে। যেখানে পাশের হার ৮৮.৮%।
কামিল পরীক্ষায় ৮ হাজার ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৫১৩ জন পাস করেছে। যেখানে পাশের হার উল্লেখ করা হয়েছে ৯১.২ শতাংশ।
এছাড়াও ফাজিল পরীক্ষায় ৪ হাজার ৪২০ জনের মধ্যে ৪ হাজার ১২৯ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। যেখানে পাশের হার ৯৫.৩১ শতাংশ।
মাওলানা পরীক্ষায় ভাদোহি জেলার মুহাম্মাদ নাজিল ও আলেম পরীক্ষায় ফারুখাবাদের চাঁদনী বানু প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও কামিল পরীক্ষায় বারাণসীর রুকাইয়া বেবি ও ফাজিল পরীক্ষায় কানপুরের ফারহা নাজ প্রথম স্থান অর্জন করেছে। উত্তর প্রদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সেরা ফলাফল অর্জনকারীদের পুরস্কৃত করেছেন।
সূত্র: দি অবসারভার পোস্ট











