বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

কুরআন অবমাননার বিষয়ে সুইডেনের কাছ থেকে কঠোর পদক্ষেপ আশা করে তুরস্ক

গত কয়েক মাসে উত্তর ইউরোপে অবস্থিত নর্ডিক দেশগুলোতে কিছু উগ্রপন্থি গোষ্ঠীর সদস্যদের দ্বারা পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটে। যার মধ্যে অন্যতম একটি দেশ সুইডেন। এবার সুইডিশ সরকারের কাছে আল কুরআন অবমাননার বিরুদ্ধে তুরস্ক ‘কার্যকর পদক্ষেপ’ আশা করে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাজনৈতিক সূত্র।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রমের সাথে একটি ফোনালাপে এ কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়।

রাজনৈতিক সূত্রটি আরো জানায়, এ ফোনালাপে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী।

চলতি মাসের শুরুতে, সুইডেনের নাটো জোটে অন্তর্ভুক্তির বিষয়টি তুরস্কের পার্লামেন্টে উত্থাপনের আশ্বাস দেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। যেখানে এ বিষয়টি একটি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।

তুরস্কের কর্মকর্তারা এটি স্পষ্ট করেছেন যে, পার্লামেন্টে অনুমোদন পেতে হলে অবশ্যই সুইডেনকে কুরআন অবমাননার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আজ সোমবার, ডেনমার্ক ও সুইডেনে আল কুরআন অবমাননার বিষয়ে একটি বৈঠক ডেকেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। যেখানে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও অংশগ্রহণ করবেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ বৈঠকে ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বৃদ্ধির বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও দুরবৃত্তিপূর্ণ এসব হামলার বিরুদ্ধে একটি স্পষ্ট অবস্থান নির্ণয় করবে করবে ওআইসি।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ