বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

কৃষ্ণ সাগর থেকে দুই ডজনের ও বেশি আর্টিলারি শেল সনাক্ত করল তুরস্ক

তুরস্কের নৌ-বাহিনী কৃষ্ণ সাগর থেকে ২৮ টি সন্দেহজনক বস্তু সনাক্ত করেছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

তুরস্কের আন্ডারওয়াটার ডিফেন্স ফোর্সের তদন্তে জানা যায়, এসব সন্দেহজনক বস্তু মূলত অবিষ্ফোরিত আর্টিলারি শেল।

গত রবিবার ইস্তাম্বুল প্রদেশের উত্তর-পূর্ব অঞ্চলে ডুবুরিদের একটি দল এমন কিছু বস্তু উদ্ধার করে যেটি গত দুইদিন আগে নিরাপত্তা বেষ্টনীর মধ্য উপস্থিতির জানান দেয়। (অস্পষ্ট)

উদ্ধার অভিযান ও নিষ্ক্রিয়করণের জন্য তুরস্কের এসএএস গ্রুপকে নিয়ে যাওয়া হলে তারা জানায়, সর্বমোট ২৮ টি গোলাবারুদ শনাক্ত করা হয়েছে যার মধ্য থেকে ৮ টি নিরাপদে তীরবর্তী অঞ্চলে নিয়ে আসার জন্য উপযুক্ত।

তুরস্কের আন্ডারওয়াটার ডিফেন্স ফোর্স জানিয়েছে, আগামী বুধবার উদ্ধারকৃত এসব গোলাবারুদ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ধ্বংস/নিষ্ক্রিয় করা হবে।

উল্লেখ্য, গত মার্চে ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে কৃষ্ণ সাগরে মাইন স্থাপনের জন্য অভিযোগ তোলে। এ ঘটনার পর তুরস্ক ও রোমানিয়ার নৌবাহিনী তাদের জল-সীমান্তের মধ্যে থাকা বিপদজনক মাইন্ড গুলো নিষ্ক্রিয় করে।

সামুদ্রিক বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের মতে, কৃষ্ণ সাগরে এসব মাইন বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে বিপদ বাড়িয়ে তুলবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ