উইঘুর মুসলিমদের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট ) ২৫ সদস্যের এ দলটি বেইজিং পৌঁছায় বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে বেইজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেং লি’র সঙ্গে আলোচনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “চীনে মুসলিম সম্প্রদায়ের বর্তমান অবস্থা ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিমদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের জন্য অত্র এলাকা সফর করবে ওআইসির এ প্রতিনিধি দলটি।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্য ও শিক্ষাসহ আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে চীনের সাথে। এছাড়াও প্রতিনিধি দলটি চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন। বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য; জিনজিয়াং প্রদেশ চীনের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এ প্রদেশে বেশিরভাগ উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের বিষয়টি ফুটে উঠেছে। মিলেছে তথ্যপ্রমাণও। বিপুল পরিমাণ তথ্য ও প্রমান থাকা সত্ত্বেও প্রতিনিয়ত তা প্রত্যাখ্যান করেছে বেইজিং।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি