গত রবিবার এজিয়ান সাগর দিয়ে শতাধিক সদস্য নিয়ে অভিবাসীদের একটি দল গ্রিসে যাওয়ার প্রচেষ্টা চালায়। তবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রিক কর্তৃপক্ষ তাদেরকে তুরস্কের জলসীমার ঠেলে দেয়। এসময় সেখানে দায়িত্বরত তুরস্কের কোস্ট গার্ড এসব অভিবাসীদের উদ্ধার করে।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, তুরস্কের ডিকিলি ও মেন্ড্রেরেস জেলার উপকূলীয় অঞ্চল থেকে তাদেরকে উদ্ধার করা হয়। যেখানে মোট ১২৫ জন অভিবাসী ছিল।
এসব অভিবাসীদের তুর্কি প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে অভিবাসীদের প্রতি একের পর এক গ্রীসের এমন আচরণের নিন্দা জানিয়ে আসছে তুরস্ক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। তাদের দাবি, গ্রীস প্রতিনিয়ত নারী ও শিশুসহ অসহায় অভিবাসীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যা মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
উল্লেখ্য; অত্যাচার ও যুদ্ধ থেকে পালিয়ে নতুন জীবনের আশায় যেসব অধিবাসীরা ইউরোপে পাড়ি দিতে চায় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তুরস্ক।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











