বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

হাঙ্গেরি সফরে গেলেন এরদোগান

আজ রবিবার (২০ আগস্ট) একটি প্রতিনিধি দলের সাথে হাঙ্গেরির উদ্দেশ্যে তুরস্ক ছেড়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। হাঙ্গেরিতে তিনি একদিন অবস্থান করবেন বলে জানিয়েছে গনমাধ্যম ডেইলি সাবাহ।

এ সফরে তার মূল উদ্দেশ্য হাঙ্গেরির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করা।

এছাড়াও তিনি দেশটিতে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ম্যাচ সরাসরি দেখবেন যেখানে তুরস্কের খেলোয়াড়েরা অংশগ্রহণ করবে।

ইউরোপের দেশগুলোর মধ্যে তুরস্কের অন্যতম মিত্র দেশ হাঙ্গেরি। যে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান এরদোগানের ঘনিষ্ঠতম বন্ধু।

এ সফরে তিনি ভিক্টর অর্বানের সাথে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বৈঠক করবেন।

হাঙ্গেরির আয়োজিত ইভেন্টগুলোতে আরো অংশ নিচ্ছেন সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভূসিক। আশা করা হচ্ছে এরদোগান তার সাথেও একটি পার্শ্ববর্তী বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও কাতারের আমির, আজারবাইজান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতিগণ এ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বসনিয়া-হার্জেগোভিনার শীর্ষ কর্মকর্তারাও দেশটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

গত শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় রেডিও স্টেশনে দেওয়া এক সাক্ষাৎকারে ভিক্টর অর্বান আমন্ত্রিত নেতৃবৃন্দদের দেশটির “রাজনৈতিক মিত্র” হিসেবে আখ্যা দেন।

উল্লেখ্য; ২০১৩ সালের পর থেকে তুরস্ক ও হাঙ্গেরির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছায়।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ