ভারতে হিন্দু মেয়েকে বিয়ের অভিযোগে এক মুসলিম যুবকের পিতা-মাতাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
শুক্রবার উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দম্পতি আব্বাস আলী ও তার স্ত্রী কামরুল নিশা ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, কয়েক বছর আগে নিহত আব্বাসের ছেলে পাশের বাড়ির এক হিন্দু মেয়ের সাথে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আব্বাসের ছেলেকে জেলে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, আব্বাসের ছেলে গত কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায়। এসময় তার প্রতিবেশী পরিবারের সদস্যরা মিলে দম্পতির উপর হামলার পরিকল্পনা করে।
তিনি বলেন, “নিহত দম্পতির ছেলে শওকত ও রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে তারা পালিয়ে যায়। তবে রুবি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শওকতের বিরুদ্ধে মামলা দায়ের করে রামপাল। যার ফলে গ্রেফতার করে জেলে পাঠানো হয় শওকতকে। তবে চলতি বছরের জুন মাসে শওকত আবারো রুবিকে নিয়ে পালিয়ে যায় ও বিবাহ করে।”
উল্লেখ্য; এ ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরো দুজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সূত্র: মুসলিম মিরর











