বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

কুড়িগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যাচেষ্টা মামলায় ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্ত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী বাজারে ওই সাংবাদিককে ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী বাজারে ডিস সংযোগের তার পরিবর্তনের সময় এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কে কর্মরত মজনু ও আব্দুল কাদেরের ওপর চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন হামলা চালান। পরে খবর পেয়ে ওই ক্যাবল নেটওয়ার্কের মালিক ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে আসেন। এ সময় তাকেও চেয়ারম্যান রোজেন ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেন। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার রাতে ভূরুঙ্গামারী থানায় চেয়ারম্যান রোজেনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন সাংবাদিক মন্টু।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) শওকত আলী জানান, সাংবাদিককে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img