শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

হরিয়ানার গুরগাঁওয়ে মুসলিম অঞ্চলে পোস্টার টানিয়ে উচ্ছেদের হুমকি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা সম্প্রতি আবারও মুসলমানদের উপর চড়াও হয়েছে উগ্র হিন্দুরা। হিন্দুত্ববাদী দল বিজেপিশাসিত এই রাজ্যটির নুহ জেলার পর এবার হরিয়ানার গুরগাঁওয়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সেখানকার মুসলিম মহল্লায় লাগানো হয়েছে উচ্ছেদের পোস্টার।

মুসলিম অধ্যুষিত গুরগাঁওয়ের বাসিন্দারা স্বাভাবিকভাবেই ওই পোস্টার দেখে উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় পুলিশকে খবর দিলে প্রশাসন এসে ওই পোস্টারগুলো খুলে নিয়ে যায়।

তবে বৃহস্পতিবার (৩১ আগস্ট) এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় এক নারী ডয়চে ভেলেকে জানিয়েছেন, কারা এ কাজ করছে, পুলিশ তা জানে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। উল্টো আমাদেরই হেনস্থা করা হচ্ছে।

পুলিশের সহকারী কমিশনার মনোজ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। ওই পোস্টারগুলো আমরা সরিয়ে দিয়েছি।

একইসঙ্গে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য, ওই জমিতে যারা আছেন, তারা ‘বেআইনিভাবে’ আছেন। তবে সরাসরি তাদের তুলে দেওয়ার কথা বলেননি মনোজ।

ওই মহল্লায় যারা বসবাস করেন, তাদের অধিকাংশই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। আশপাশের বাড়িতে কাজ করে তারা দিন পার করেন। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন, সকালে বাড়ির বড়রা বেরিয়ে যান কাজে। ছোটরা স্কুল থেকে ফিরে একাই থাকে। সে সময় কিছু ঘটে যেতে পারে, এমন আশঙ্কা তাদের আছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ