শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন জরুরী : মাওলানা আরশাদ মাদানী

ভারতে নৈরাজ্য ও হিংসাত্মক পরিবেশ নির্মূলে ক্ষমতার পরিবর্তন জরুরী বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী। গত সোমবার তিনি এসব কথা বলেন।

মাওলানা মাদানী বলেন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতি জমিয়তে উলামায়ে হিন্দের পূর্ণ সমর্থন রয়েছে। দেশ থেকে নৈরাজ্য ও হিংসাত্মক পরিবেশ নির্মূলে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন জরুরী। বিরোধী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয় তবে তাদের বৈচিত্র্যময় অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

এসময় তিনি কর্ণাটকে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর রাজনৈতিক ভরাডুবির প্রতি ইঙ্গিত করে বলেন, কর্ণাটকে যেভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করা হয়েছে, জাতীয় পর্যায়েও সেভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করা জরুরী হয়ে পড়েছে।

এছাড়াও তিনি সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত হরিয়ানার ২০০ হকার ও ফুটপাতের সবজি বিক্রেতাদের জন্য জমিয়তের পক্ষ থেকে ৪০ লক্ষ টাকার চেক লিখে দেন।

৪০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রসঙ্গে মাওলানা আরশাদ মাদানী বলেন, জমিয়ত প্রতিষ্ঠার সময় থেকেই আমরা ত্রাণ ও কল্যাণমূলক কাজে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। ধর্মের ভিত্তিতে নয় বরং মানবতার বিষয়টি বিবেচনায় আমরা এ কাজটি করে থাকি। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। সামাজিক, ধর্মীয় কিংবা জাতীয় যে কোনো সমস্যা ও বিপর্যয়েই জমিয়ত মানবিক দিক থেকে মানবতার সেবা করে এসেছে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও সাম্প্রদায়িক দাঙ্গার শিকার লোকজন, নাগরিকত্ব আইন কেন্দ্রিক অন্যায্যতা ও অধিকার খর্বের বিরুদ্ধে অসমিয়া ও নিরপরাধদের আইনি লড়াইয়ে সহায়তার মতো কাজগুলোকে আমরা নিজেদের সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই করে থাকি। তাই হরিয়ানাতেও একই ঐতিহ্য বজায় রেখে জাতপাত ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।

উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডবের শিকার হরিয়ানার নুহ গ্রামে গত ২৮ আগস্ট শান্তিপূর্ণ হিন্দুযাত্রার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এতে আবার প্রমাণিত হলো যে, প্রশাসন ও পুলিশ সততার সাথে নিজেদের দায়িত্ব পালন করলে কখনোই দাঙ্গা সংঘটিত হতো না।

এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী কর্তৃক মসজিদ ও ইসলামী স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো ধর্মের শিক্ষা এমন হতে পারে না। যারা ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতা ছড়ায় তারা নিজ নিজ ধর্মের প্রকৃত অনুসারী নয়।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ