বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

জাতিসংঘ ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছালেন এরদোগান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে (ইউএনজিএ৭৮) যোগ দিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

এসময় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে স্বাগত জানান তুরস্কের জাতিসংঘের দূত সেদাত ওনাল, মার্কিন রাষ্ট্রদূত হাসান মুরাত মারকান ও নিউইয়র্কের কনসাল জেনারেল রেহান ওজগুর।

আগামী মঙ্গলবার অধিবেশনে বক্তব্য রাখবেন এরদোগান। আশা করা হচ্ছে বক্তব্যে তিনি উন্নয়ন, মানবিক সহায়তা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় তুরস্কের অবদান তুলে ধরবেন।

নিউইয়র্ক যাত্রার পূর্বে ইস্তাম্বুলে এরদোগান বলেন, “বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় তুরস্ক যে (critical) সমালোচনামূলক ভূমিকা পালন করছে তাও আমরা তুলে ধরব।”

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথেও তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। এছাড়াও দেশটির তুর্কিয়ে আমেরিকান সম্প্রদায়, বিভিন্ন গবেষণার সংস্থার প্রতিনিধি দল ও আমেরিকার প্রধান ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

উল্লেখ্য; এরদোগানের এ সফরে আরো যোগ দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিনা এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, অর্থমন্ত্রী মুহাম্মাদ সিমসেক, জ্বালানিমন্ত্রী আলপ আসলান বায়রাকতার, বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত ও গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ