বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের জন্য আসাদকে যেসব শর্ত জুড়ে দিল তুরস্ক

দক্ষিণ সিরিয়া থেকে তুরস্কের সেনাবাহিনী প্রত্যাহারের জন্য সুন্নি মুসলিমদের রক্তপিপাসু খুনি বাসার আল আসাদ সরকারের প্রতি বেশ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার।

এসব শর্ত সমূহের মধ্যে রয়েছে, একটি নতুন সংবিধান প্রণয়ন, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা ও এমন একটি সরকার গঠন করা যা সিরিয়ার সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করবে।

তুরস্কের দৈনিক সংবাদপত্র “মিলিয়েতকে” দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, “আমাদের কোন দেশের এলাকা দখলের দরকার নেই। কিন্তু আমাদের দেশে চার মিলিয়ন সিরিয়ান শরণার্থী থাকা সত্ত্বেও কিভাবে আমরা সেখান থেকে সৈন্য প্রত্যাহার করতে পারি ? শুধু তাই নয় যেকোনো সময় সিরিয়ার ইদলিবে বসবাসরত ৫ মিলিয়ন বাসিন্দা শরণার্থীতে পরিণত হতে পারে। একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত কিভাবে আমরা সেখান থেকে চলে আসতে পারি ?”

তিনি বলেন, উত্তর সিরিয়াতে সামরিক অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য তুরস্কের নাগরিকদের রক্ষা করা।

গুলার বলেন, “কেন আমরা সিরিয়াতে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’ ও ‘ইউফ্রেটিস শিল্ড’ পরিচালনা করেছি ? কারণ সেখানে আমাদের নাগরিকরা যেতে পারে না। কারণ সন্ত্রাসীরা আমাদের নাগরিকদের উপর প্রতিনিয়ত মিসাইল হামলা ও হালকা অস্ত্র নিয়ে হয়রানি করে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ