বুধবার | ১৪ জানুয়ারি | ২০২৬
spot_img

নেদারল্যান্ডে আবারও পবিত্র কুরআন অবমাননা; তুরস্কের নিন্দা

নেদারল্যান্ডে আবারো মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননার ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডে তুরস্কের দূতাবাসসহ বেশ কয়েকটি ইসলামী দেশের দূতাবাসের সামনে এমন জঘন্য ঘটনা ঘটান “পেগিডা” নামক ইসলামবিদ্বেষী দলের প্রধান এডউইন ওয়াগেনসভেল্ড। এসময় পবিত্র আল কুরআনের পৃষ্ঠা ছিড়ে মাটিতে ফেলতে দেখা যায় তাকে। শুধু তাই নয় এসব পৃষ্ঠার উপর পা দিয়েও দাঁড়িয়ে ছিলেন তিনি।

একই সময় তিনি পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ডেনমার্কের দূতাবাসের সামনেও কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে মাটিতে ফেলেন। পাশাপাশি মুসলিম ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন তিনি।

এদিকে এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের উস্কানিমূলক আক্রমণ ছড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানায় আঙ্কারা। ইউরোপের দেশগুলোতে মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এসব কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “জাতিসংঘের গৃহীত রেজুলেশন অনুযায়ী এ ধরনের উস্কানি মূলক কর্মকান্ড ধর্মীয় বিদ্বেষ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে। এখন উচিত যেসব দেশে হামলা হয়েছে সেইসব দেশে কার্যকর ব্যবস্থা নেওয়া।”

অন্যদিকে, কুরআনের বিরুদ্ধে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচ।

রবিবার এক্স বার্তায় তিনি বলেন, “এই অসুস্থ উত্তেজনা মূলক কাজের বিরুদ্ধে এইসব দেশ ও তাদের শাসকদের উচিত তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ