মাহবুবুল মান্নান
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সংগঠন চন্দনাইশ আল বালাগ ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর(শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সংগঠনের সেক্রেটারী মাওলানা ওবাইদুল্লাহ বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ও জানিয়েছেন।
শুক্রবার(২৯ সেপ্টেম্বর) বাদ জুমা থেকে চন্দনাইশ দোহাজারী সিটি সেন্টার সংলগ্ন মাঠে এই আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে প্রথম দিবসে জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন,জামিয়ার পটিয়ার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মাওলানা রেজাউল করিম আবরার ও দোহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ বয়ান করবেন বলে জানা গেছে।
দ্বিতীয় দিবসে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ,মাওলানা খোরশিদুল আলম কাসেমী ঢাকা,মাওলানা মোস্তফা নূরী কক্সবাজার ও কর্ণফুলী শাহমীরপুর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারি নুরুল্লাহ বয়ান করবেন।
দোহাজারী আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ প্রথম দিবসে ও দ্বিতীয় দিবসে চন্দনাইশ বশরতনগর মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ এমদাদ উল্লাহ সভাপতিত্ব করবেন।
সম্মেলনে প্রথম দিবসে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)-এর সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী ও দ্বিতীয় দিবসে দোহাজারী পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব লোকমান হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন সম্মেলন ইন্তেজামিয়া কমিটি।