শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কর্ণাটকে মসজিদে ঢুকে “জয় শ্রী রাম” শ্লোগান; ২ হিন্দু যুবক গ্রেফতার

ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় একটি মসজিদে ঢুকে “জয় শ্রী রাম” শ্লোগান দিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শচীন রায় (২৬) এবং কীর্তন পূজারি (২৪) নামে ২ জনকে গ্রেফতার করেছে পুুলিশ।

গত রোববার দিবাগত রাত ১১টার দিকে মসজিদের ভেতরে শ্লোগান দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্ণাটকের পুলিশ কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তারা জানায়, রাতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মারধলা বাদরিয়া জুমা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করে। তারা মসজিদের প্রধানের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন যে মসজিদের ভিতরে “জয় শ্রী রাম” শ্লোগান দেওয়া হয়েছে। এর পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযুক্তদের ২৬ বছর বয়সী শচীন রায় এবং ২৪ বছর বয়সী কীর্তন পূজারি নামে শনাক্ত করা হয়েছে। দুই যুবকই কদাবা তালুকের কায়কাম্বা গ্রামের বাসিন্দা। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। কদবা-মারধলা সড়কের সংযোগস্থলে মসজিদের একটি গেট রয়েছে। ২৪ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে উভয় যুবক মসজিদের ভিতরে প্রবেশ করে এবং “জয় শ্রী রাম” শ্লোগান দিতে থাকে।

পুলিশ কর্মকর্তা বলেন, উভয় যুবক মুসলমানদের এখানে থাকতে না দেওয়ার হুমকিও দিয়েছিল। ঘটনার সময় মসজিদের ইমাম ও খতিব তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। বাইরে এসে তিনি দেখতে পান অচেনা দুই ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে মসজিদের সিসিটিভি ফুটেজ স্ক্যান করেন। এবং জানতে পারেন মসজিদের সামনের রাস্তা দিয়ে একটি সন্দেহজনক গাড়ি যাচ্ছে।

মসজিদ কমিটির সদস্য মুহাম্মাদ ফয়জুল বলেন, এই এলাকাটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। এ কারণে অভিযুক্ত উভয়েই এই ঐক্যকে সহ্য করতে না পেরে সাম্প্রদায়িক বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র করেছে।

পুলিশ কর্মকর্তা অভিনন্দন বলেন, সোমবার অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ৫০৪, ৫০৬ এবং ২৯৫ ধারায় মামলা দায়ের করেছি। অভিযুক্তরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কী না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশের ওই কর্মকর্তা মন্তব্য করেন।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ