মাহবুবুল মান্নান
আল-মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নড়াইল-(০২) আসনের সাবেক সংসদ সদস্য ও মাওলানা হাকীম আখতার(রহ.)-এর খলীফা মুফতী শহিদুল ইসলাম (রহ.)- এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মধ্যম শিলকবাহা আল-মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেন ও মডেল হেফজখানার ব্যবস্থাপনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আল-মারকাজুল ইসলামীর শুরা সদস্য আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা আহমদ বাকের আজিজির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া,চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা ফুরকানুল্লাহ খলিল,জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ড. আ ফ ম খালিদ হোসাইন,জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব ও আল-মারকাজুল ইসলামীর সেক্রেটারী মুফতী ইনামুল হাসান।
স্মরণ সভায় বক্তারা বলেন,মুফতী শহিদুল ইসলাম (রহ.) আজীবন মানবসেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন।দেশের পাশাপাশি বিদেশে ও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান করেছেন।বিভিন্ন দূর্যোগে অসহায়দের পাশে দাড়িয়েছেন।
আগামীকাল শুক্রবার (৬অক্টোবর) শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এতে বয়ান করবেন মাওলানা ইসমাঈল বুখারী কাশিয়ানী গোপালগঞ্জ ও চন্দনাইশ দোহাজারী আজিজিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।