মাহবুবুল মান্নান
চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর লেকচারার মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে।ইসলাম হচ্ছে পরশ পাথর। যারাই একবার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, তাঁরাই সোনার মানুষে পরিণত হয়ে যায়।
শুক্রবার (৬ অক্টোবর) চট্টগ্রাম পটিয়া হিলচিয়া উলামা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামি সম্মেলনে বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা ড. আ ফ ম খালিদ বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পাপাচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে।পাপাচার থেকে দূরে থাকে।মুত্তাকী ব্যক্তি আল্লাহর কাছে যেমন সম্মানিত তেমনি দুনিয়ার মানুষের কাছে ও সম্মানিত।
মাওলানা ক্বারি ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন, জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ,হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী,পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন আনোয়ারী ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা সাঈদুল হক প্রমুখ।