মাহবুবুল মান্নান
ফিলিস্তিনের গাজ্জায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম লালখান বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর)বাদ জুমার চট্টগ্রাম জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসা ছাত্রদের ব্যানারে ফিলিস্তিনের চলমান স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংহতি সমাবেশে মাদরাসার ইফতা বিভাগের শিক্ষার্থী হাফেজ মাওলানা আবু সুফিয়ান ও হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মারুফসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের চলমান আন্দোলনের সাথে একাত্মতাপ্রকাশ করে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে উপর হামলার তিব্র নিন্দা জানান। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
মিছিলটি লালখান বাজার মাদরাসার জামে মসজিদ থেকে শুরু হয়ে জমিয়তুল ফালাহ (ওয়াসা মোড়)সংক্ষিপ্ত সমাবেশ করে লালখান বাজার মাদরাসা গেইটে এসে মাদরাসার ইফতা বিভাগের শিক্ষার্থী মাওলানা জিয়াউর রহমান ফারুকীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।