মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই, ইসরাইল ও হামাস যুদ্ধের পরিধি অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (২১ অক্টোবর) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

মেলোনি বলেন, যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে; গাজ্জায় যা হচ্ছে সেটি যেন আরও বিস্তৃত দ্বন্দ্বে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধাচরণও করেছেন মেলোনি। তিনি বলেন, আমি মনে করি হামাসের লক্ষ্য ছিল এটি। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় হামলা করেনি তারা। কিন্তু এমন একটি হামলা যেটি ফিলিস্তিনি ও ইসরাইলীদের মধ্যে একটি অসংলগ্ন দূরত্ব তৈরি করবে। যার অর্থ এই হামলার লক্ষ্য আমরা সবাই, আমরা হামাসের এই ফাঁদে পড়তে পারি না। যেটি বোকার মতো কাজ হবে।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি আলাদা বৈঠক করেন। এরপর তিনি
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেল আবিবে চলে যান।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ