মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

নাগরিকদের ইরাক ভ্রমণ না করার নির্দেশ দিল আমেরিকা

দখলদার ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরাক থেকে কূটনীতিকদের সরানোর নির্দেশ দিয়েছে আমেরিকা। এমনকি মার্কিন নাগরিকদের ইরাকে যেতেও নিষেধ করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক থেকে সমস্ত কূটনীতিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কেবলমাত্র আপতকালীন পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যারা যুক্ত, তারা ইরাকে থাকবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি নির্দেশনা জারি করেছে দেশটির নাগরিকদের জন্য। তাতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে কোনো নাগরিক যেন ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার চেষ্টা না করেন।

ইরাকে ইতোমধ্যেই মার্কিন প্রতিনিধিদের উপর আক্রমণ হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। সে কারণেই সেখান থেকে কূটনীতিক এবং কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ওয়াশিংটন জানিয়েছে, গোটা মধ্যপ্রাচ্য ঘিরেই মার্কিন নাগরিকদের উপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইরাকে একাধিক গোষ্ঠী আমেরিকার নাগরিকদের উপর আক্রমণের চেষ্টা চালিয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়া ইরান নিয়েও আমেরিকার পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি জানিয়েছেন, ইসরাইল-গাজা সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে ইরান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ