শনিবার, মে ১৭, ২০২৫

বিএনপির কার্যালয়ের সামনে আবারও বাড়ছে পুলিশের সংখ্যা

spot_imgspot_img

সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ঢিলেঢালা অবস্থান থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ (বুধবার) দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে মিডওয়ে হোটেলের সামনে ১০-১২ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকলেও দুপুর ১টায় বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি কার্যালয়ের সামনেও অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এদিকে কার্যালয়ের সামনে যে কোনো ধরনের যানবাহন পার্কিং কিংবা লোকসমাগমে কঠোর রয়েছে পুলিশ।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে বন্ধ রয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img