রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ

উত্তর কোরিয়ার কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (২১ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে এ কথা জানান।

ফারহান হক বলেন, মহাসচিব ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে আরেকটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের তীব্র নিন্দা জানিয়েছেন।

ফারহান হক আরও বলেন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়ার যেকোনও উৎক্ষেপণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের একেবারে পরিপন্থী।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’র খবরে বলা হয়, এই স্যাটেলাইট বহনকারী একটি রকেট মঙ্গলবার দেশটির উত্তর ফিয়ংগান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় এবং নিখুঁতভাবে গোয়েন্দা স্যাটেলাইট ‘মালিগিয়ং-১’কে কক্ষপথে স্থাপন করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ