জার্মানিতে ফিলিস্তিনের সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযান ও তল্লাশী চালিয়েছে দেশটির পুলিশ। রাজধানী বার্লিনে এসব অভিযানে অংশ নিয়েছে পুলিশের ৩০০ সদস্য।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানায় আল-জাজিরা।
জার্মান সিনেটের স্বরাষ্ট্রবিষয়ক প্রশাসনের একজন মুখপাত্র জানান, ১৫টি ফিলিস্তিনি সংস্থার সম্পত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তল্লাশী চালানো হয়েছে। এদের মধ্যে ১১টিই বার্লিনে অবস্থিত।
জানা যায়, বার্লিনে অনুসন্ধান চালানো সংস্থাগুলোর মধ্যে চারটি ফিলিস্তিনি কারাবন্দীদের সাথে সংহতি জানানো প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সলিডারিটি নেটওয়ার্কের।











