শনিবার, মে ১০, ২০২৫

গাজ্জায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বেড়েছে

spot_imgspot_img

ইহুদিবাদী ইসরাইল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বর্ধিত এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট আগে পুনরায় তা আরও একদিন বাড়ানোর ঘোষণা করেছে উভয় পক্ষ।

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত বোমা হামলা চালানোর পর, গত ২৪ নভেম্বর ৪ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এ চুক্তির মেয়াদ বর্ধিত হয়ে আজ সপ্তম দিনে গড়ালো।

চুক্তির সময় বৃদ্ধি বিষয়ে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ”গত শুক্রবার শুরু হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে। এ যুদ্ধবিরতির সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হবে।”

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ‘মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার আলোকে এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যেতে’ গাজ্জা উপত্যকায় যুদ্ধে সাময়িক বিরতি বৃহস্পতিবারও বহাল থাকবে।”

চুক্তির মধ্যস্ততাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তিটি আগের মতো একই শর্তে বাড়ানো হচ্ছে। শর্তানুযায়ী, ৩০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ১০ জন করে ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img