ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনে। মিছিল-সমাবেশ থেকে ইসরাইল অভিমুখী জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনিদের প্রতি জুলুমের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং যতদিন পর্যন্ত ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত তারা সোচ্চার থাকবেন।
বক্তারা আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল ছাড়া বিশ্বের আর কোনো দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইল অভিমুখী জাহাজে হামলা ও সেগুলোকে আটক করার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা এড়িয়ে গেলে শত্রুরা বিপদে পড়বে। এই ঘোষণাকে গুরুত্ব দিয়ে গাজ্জায় অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা।
এর আগে গাজ্জায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি।
সূত্র: পার্সটুডে











