অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বোমা হামলায় আহত ফিলিস্তিনি শিশুদের দেখতে আঙ্কারায় অবস্থিত হাসপাতাল পরিদর্শন করেছেন তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোগান
প্রসঙ্গত, এসব শিশুদেরকে সাম্প্রতিক সময়ে মিশরের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে আনা হয়।
হাসপাতাল পরিদর্শনের পর শিশুদের সুস্থতা কামনা করে আমিনা এরদোগান এক্স বার্তায় বলেন, “তারা আমাদের ফিলিস্তিনি শিশু, যারা আঙ্কারার এটলিক সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা নিরাপদ ও ভালো রয়েছে..যা দেখে আমাদের আশা কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে।”
উল্লেখ্য, তুর্কি গণমাধ্যম অনুযায়ী মোট ১৮২ জন আহত ফিলিস্তিনিকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে আনা হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনি জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করেছে তুরস্ক। এছাড়াও তাদেরকে দৃশ্যমান অথবা অদৃশ্যমান যে কোন মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আঙ্কারা।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











