ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শ্রীলঙ্কায় মুসলিমদের লাশ পুড়ানো উম্মাহর বিরুদ্ধে এক গভীর চক্রান্ত।
শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রীলঙ্কায় ২০ দিনের একটি মুসলিম শিশুকে জোর করে দাহ করার মধ্যদিয়ে শ্রীলঙ্কা সরকার মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে শ্রীলঙ্কা সরকার বিশ্বব্যাপী প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে।
তিনি বলেন, কট্টর বৌদ্ধ ধর্মীয় নেতারা এখন রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠার কারণে মুসলমানদের ধর্মীয় বিধানকে উপেক্ষা করে বৌদ্ধ ধর্মকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যা চরম মানবাধিকার লঙ্ঘন এবং ধর্মীয় অনুভুতিতে আঘাতের শামিল। শ্রীলঙ্কাকে তাদের এহেন কর্মকান্ড থেকে ফিরে আসতে হবে। তিনি বাংলাদেশ সরকারকে এর প্রতিবাদ করার আহ্বান জানান।