মদিনা মোনাওয়ারায় অবস্থিত পবিত্র মসজিদে নববীতে ২০২৩ সালে রেকর্ড সংখ্যক মানুষ জেয়ারত করেছেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৩ সালে পবিত্র মসজিদে নববীতে ২৮ কোটির বেশি মানুষ পরিদর্শন করেছেন।
মসজিদে নববী মুসলিমদের নিকট দ্বিতীয় সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান। এই মসজিদের মধ্যেই মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রয়েছে।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালে ২৮ কোটির বেশি মুসল্লি পবিত্র মসজিদে নববী পরিদর্শন করেন। পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে নামাজ ও অন্যান্য ইবাদত নিশ্চিত করতে এর তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব বিভাগ প্রয়োজনীয় সব সেবা দিয়ে যাচ্ছে।
২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত বছরের জুলাইয়ে করোনা-পরবর্তী সময়ের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম হজ পালন করেন। এতে ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন অংশ নেন, যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি হজযাত্রী ছিলেন।
ট্রান্সজেন্ডার ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠক থেকে সিদ্ধান নেওয়া হয় আগামী ৫ ফেব্রুয়ারি_ জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংবাদ সম্মেলন করবে। এছাড়াও ঢাকায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজন করারও সিদ্ধান্ত নিয়েছে হেফাজত।
হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মুফতী জসিম উদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর ইদরিস, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।
বৈঠকে হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দেশের সকল সেক্টরে চলছে নানারকম আলোচনা-সমালোচনা। ট্রান্সজেন্ডার মতবাদ ঈমান বিধ্বংসী অভিশপ্ত এক মতবাদ। এই মতবাদ কোনোভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না। আমরা ট্রান্সজেন্ডার আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আল্লামা সাজিদুর রহমান আরও বলেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তা বিরোধী পাঠ্যক্রমের পরিবর্তন দাবি করায় তাকে চাকরিচ্যুত করে ব্র্যাক মানবাধিকার বিরোধী কাজ করেছে। ব্রাক ট্রান্সজেন্ডার নামক কুফরী মতবাদ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে আসিফ মাহতাবকে শিক্ষক হিসেবে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দেশবাসী বিকাশ, আড়ং, ব্রাক ব্যাংকসহ তাদের সকল সহযোগী প্রতিষ্ঠানকে বয়কট করতে বাধ্য হবে।








