রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

সিংহ আকবর-সিংহী সীতা; নাম পালটাতে হাইকোর্টে বিশ্ব হিন্দু পরিষদ

গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে সিংহ ও সিংহী। সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা। আর এতেই আপত্তি বেধেছে হিন্দু পরিষদের। ইতোমধ্যে ভারতের কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলাও দায়ের করছে বিশ্ব হিন্দু পরিষদ।

তাদের অভিযোগ, সাফারি পার্কে আনা সিংহীর নাম সীতা রেখে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।

সিংহীর নাম সিতা রাখা হলেও সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তারা সীতা নাম বদলের দাবিতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন।

বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এতে আমাদের হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা আদালতের দ্বারস্থ হলাম।

মামলাকারীদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, ত্রিপুরা থেকে যে সিংহ এবং সিংহীকে আনা হয়েছে তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যান্থেরা লায়ন মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল। কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই সীতা নাম পরিবর্তন চেয়ে আমরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার বিবাদী করেছি।

আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

সূত্র : জিনিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ