ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড মহাসড়কে বাঁশ ফেলে এ কর্মসূচি পালন করেন তারা।
ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে আসা ব্যক্তিরা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়নি। দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার দাবিতে ছাত্র জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলেই আছি। বিক্ষোভকারীদের সাথে কথা বলছি।











