একদিকে বলছে গাজ্জা যুদ্ধবিরতির চাপ অব্যাহত রয়েছে অন্যদিকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর অস্ত্রাগারকে শক্তিশালী করতে আরো অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) সূত্র উল্লেখ করে বলা হয়, ইসরাইল সরকার আমেরিকার কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অস্ত্রের দ্রুত অধিগ্রহণ করার জন্য অনুরোধ করেছে।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনায় প্রায় কয়েক হাজার অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাবিত চালানের মধ্যে রয়েছে প্রায় এক হাজার এমকে-৮২ বোমা, ফিউজ এবং জেডিএএম গাইডেন্স কিট যাতে যুদ্ধাস্ত্র আরো সুনির্দিষ্ট হয়। এই প্যাকেজের মূল্য কয়েক মিলিয়ন ডলার বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র : আল-জাজিরা ও টাইমস অফ ইসরাইল











