রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

এবার ব্রিটেনের তেলের জাহাজে হামলার দাবি করল হুথি

এবার ব্রিটেনের তেলের জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের শিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।

শনিবার (১৭ এপ্রিল) শিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই তথ্য জানান।

তিনি জানান, তাদের যোদ্ধারা পোলাক্স নামের একটি ব্রিটিশ তেলের জাহাজে হামলা চালিয়েছে। ওই তেলের জাহাজটিকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে হুথি। উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

তিনি আবারও নিশ্চিত করেছেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে দখলদার ইসরাইল আমেরিকা ও ব্রিটেনের আগ্রাসনের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে।

ইয়াহিয়া সারি আরো সতর্ক করে বলেছেন, গাজ্জায় ইসরাইলী আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই তিন দেশের জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তার বাহিনী। আরব সাগর ও লোহিত সাগরে সব সময় হুথি নজর রাখছে বলেও জানান এই শীর্ষ জেনারেল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ