রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

তিউনিসিয়া উপকূলে নৌকায় আগুন; বাংলাদেশিসহ ৯ জন নিহত

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাত্রা করে। যাত্রাকালে তিউনিসিয়ার উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে আগুন লাগে।

পোস্টে আরও বলা হয়, তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জন অভিবাসীর মৃতদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অধিকাংশই বাংলাদেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এছাড়া জীবিত উদ্ধার করা অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা দেয়ার বিষয়টি নিশ্চিত করা এবং প্রাণ হারানো বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি দল দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়ায় যাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ