রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জা যুদ্ধবিরতি প্রস্তাবে ফের ভেটো দিলো আমেরিকা

গাজ্জা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। আরব দেশগুলোর সমর্থিত প্রস্তাবে ব্রিটেন ভোটদানে বিরত থাকে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্যই পক্ষে ভোট দেয়। প্রস্তাবটি পাস না হলেও গাজ্জায় চার মাস ধরে চলা যুদ্ধবিরতির প্রতি বিশ্বব্যাপী আরো সমর্থনের বিষয়টিই এতে প্রতিফলিত হয়েছে।

গাজ্জায় যুদ্ধবিরতি নিয়ে এবার তৃতীয়বারের মতো আমেরিকা ভেটো দিলো।

বাইডেন প্রশাসন আগেই জানিয়েছিল, তারা ভেটো দেবে। তারা মনে করছে, এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তাতে হস্তক্ষেপ করা হবে।

আরব দেশগুলো কয়েক মাস ধরেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। জাতিসঙ্ঘের ১৯৩টি দেশের মধ্যে বেশির ভাগ দেশই তাদের সমর্থন দিচ্ছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় গাজ্জায় ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে গাজ্জায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ