হযরতপুর আহ. দাখিল মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ‘ফিচার রাইটিং এন্ড স্যোশাল এক্টিভিজম’ সম্মাননা পেলেন মুন্সিগঞ্জের মুহাম্মাদ ইয়ামিন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ফাইনেন্স সেক্রেটারী জনাব আব্দুল আহাদের সঞ্চালনায় ও এ্যালামনাই সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অ্যালামনাই কনফারেন্স অনুষ্ঠানে তিনি এই সম্মাননা পান।
মুহাম্মাদ ইয়ামিনকে এ্যালামনাই বেস্ট পারফর্মার ক্যাটাগরিতে সম্মাননাটি তুলে দেন হযরতপুর মাদরাসার বর্তমান শিক্ষক মাওলানা হারুনুর রশিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হোসেন অপু, বিশেষ অতিথী ছিলেন মাওলানা মিনহাজ উদ্দিন, একতা যুব কল্যান পরিষদের সভাপতি জনাব মো. তানভীর আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদারাসা প্রতিষ্ঠাতা আলী আজগর বেপারীর ছেলে আসাদুল ইসলাম জুয়েল, মাদরাসার সাবেক সুপার মাওলানা মো. হাসান তালুকদার ও মাদরাসার বর্তমান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আমীন, মাদরাসার সাবেক শিক্ষক, বিশিষ্ট আলোচক মাওলানা শাহ ওয়ালীউল্লাহ বিক্রমপুরী, মাওলানা সাদিকুর রহমান, হাবিবুর রহমান বিএসসি এবং আবিদ প্রমুখ।











