রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

লোহিত সাগরে নৌ-অভিযান শুরু করল ইউরোপিয় ইউনিয়ন

লোহিত সাগরে ইয়েমেনের শিয়া সমর্থিত হুতিদের হামলা থেকে বাণিজ্যিক জাহাজগুলো রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিযান চালানোর ঘোষণা দিয়েছে৷ তবে, ইয়েমেনের ভূখণ্ডে হামলা চালাবে না ইইউ৷ অভিযানে অংশ নিতে আপাতত চারটি দেশ জাহাজ পাঠাচ্ছে৷ গাজ্জা উপত্যকায় চলমান দখলদার ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে ব্রিটেন, আমেরকাসগ ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আক্রমণের দাবি করে আসছে হুতিরা।

ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দুশ্চিন্তা এবং ট্রাম্প শিবিরের চাপে নিজস্ব নিরাপত্তা নিয়ে উদ্বেগ সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন লোহিত সাগরে অভিযান চালানোর এ ঘোষণা দিয়েছে৷ ইইউর দাবি, ইয়েমেনের হুতিদের দৌরাত্ম্যের কারণে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্ব বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে৷ অনেক কোম্পানি বাধ্য হয়ে বিকল্প ও অনেক দীর্ঘ পথে জাহাজ চালাচ্ছে৷

ইইউর অর্থনীতিবিষয়ক কমিশনার পাওলো জেন্তিলোনি বলেন, দীর্ঘ পথে জাহাজ চালানোয় ১০ থেকে ১৫ দিন বিলম্ব হয়। ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পাঠানোর ব্যয় প্রায় ৪০০ শতাংশ বেড়ে যাচ্ছে৷ আমেরিকা,ব্রিটেনসহ কিছু দেশ যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরান সমর্থিত হুতিদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে৷ এবার ইইউ সংঘবদ্ধভাবে সেখানে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিল৷

গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) ইইউ আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে নৌবাহিনীর অভিযান ঘোষণা করল৷ গ্রিক ভাষায় ‘আসপিদেস’ বা ‘ঢাল’ নামের এই অভিযানের আওতায় চারটি জাহাজ কয়েক সপ্তাহের মধ্যে লোহিত সাগরে পৌঁছে যাবে৷

সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ফ্রান্স, জার্মানি, ইতালি ও বেলজিয়াম জাহাজ পাঠিয়ে এই অভিযানে অবদান রাখতে চায়৷ তবে এক বছর মেয়াদের এই অভিযানে শুধু লোহিত সাগরে বেসরকারি জাহাজের সুরক্ষার লক্ষ্য স্থির করা হয়েছে৷ ইয়েমেনের ভূখণ্ডে কোনো হামলা চালাবে না ইইউ৷ শুধু হামলা ঘটলে পাল্টা জবাব দিতে পারবে যুদ্ধজাহাজগুলো৷ লোহিত সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত এলাকায় সেই অভিযান চলবে৷ জাহাজের পাশাপাশি আকাশ থেকে সতর্কীকরণ ব্যবস্থাও মোতায়েন করা হবে৷

ইইউ কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, সেখানে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করতে ইইউ আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে কাজ করবে৷ ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, সাধারণ ইউরোপীয় প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তোলার পথে এটি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ