রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

কে কি পোশাক পরবে সেটা তার নিজের পছন্দ; হিজাব ইস্যুতে রাহুল গান্ধী

একজন নারী কি পোশাক পরবেন সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব পছন্দ, তার বিষয়। হিজাব ইস্যুতে এই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর।

গত সোমবার “ভারত জোড়ো ন্যায় যাত্রা” এর অংশ হিসেবে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন রাহুল। সেখানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সময় এক নারী শিক্ষার্থীর প্রশ্ন উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় চলমান হিজাব বিতর্ক ইস্যু উত্থাপন করে এক নারী শিক্ষার্থীর প্রশ্ন ছিল “আপনি যদি প্রধানমন্ত্রী হন তবে এই বিষয়টিকে কিভাবে দেখবেন?”

সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল বলেন, একজন নারী কি পোশাক পরবেন সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব পছন্দ, তার বিষয়। এটা আমার অভিমত।

তিনি আরও বলেন, আপনি কোন পোশাক পরবেন সেটা আপনার দায়িত্ব, আপনার সিদ্ধান্ত। আপনি কোন পোশাক পরবেন সেটা অন্য কেউ ঠিক করে দেবে- এটা আমি মনে করি না।

গত ২০২২ সালে ভারতের কর্নাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন বিজেপি সরকার। সেসময় এই ইস্যুতে বিস্তর পানি ঘোলা হয় গোটা ভারতজুড়ে। সরকারের সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে কর্ণাটক হাইকোর্টে মামলা করা হয়। পরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ