বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

৯ মার্চ পটিয়ায় হুব্বে রাসুল (সা.) কনফারেন্স

চট্টগ্রাম জামিয়া পটিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুফতী আজিজুল হক(রহ.)-স্মরণে পটিয়া সওতুল কোরআন সংস্থার ব্যবস্থাপনায় আগামী শনিবার (৯মার্চ) হুব্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হবে।

শনিবার(৯মার্চ) সকাল দশটা থেকে পটিয়া রেলস্টেশন সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য হুব্বে রাসুল(সা.) কনফারেন্সে প্রধান মুরব্বি হিসেবে ছদারত করবেন পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ।

পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু নদভী প্রধান মেহমান ও চট্টগ্রাম-১২(পটিয়া)-এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জানা গেছে পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া,জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব,মাওলানা জুনাইদ আল হাবিব,মুফতী শাখাওয়াত হোসাইন রাজী,মাওলানা আখতার হোসাইন আনোয়ারী, মুফতী সাঈদ আহমদ,মাওলানা হাবিবুল ওয়াহেদ ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন কনফারেন্সে আলোচনা করবেন।

কনফারেন্সে কুরআন তেলাওয়াত করবেন মা’,হাদুল কেরাত ঢাকা বাংলাদেশ এর পরিচালক ও আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র সভাপতি ক্বারি আহমদ বিন ইউসুফ আল আজহারী।

সংগঠনের আহবায়ক মাওলানা হাফেজ মাছুম সবাইকে যথাসময়ে কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img