শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতারের আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রমজানের তৃতীয় দিনে খুলনা ইউনিভার্সিটি বড় মাঠে শিক্ষার্থীরা এ গণ-ইফতার কর্মসূচি পালন করেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাঠে দুটি বাঁশে একটি ব্যানার টাঙানো হয়েছে। ব্যানারে লেখা ছিল, খুলনা বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার কর্মসূচি। এসময় শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, দুটি ক্যাম্পাসে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বাঙালি মুসলিম সংষ্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এর প্রতিবাদে এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফর্তভাবে অংশগ্রহণ করে।
গত রোববার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মাদ ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ করা হয়। একই দিন দেশের আরেকটি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই নির্দেশনা দেন। বিষয়টি জানাজানি হলে এই নির্দেশনার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই সরব হন। তারা দ্রুত এ নির্দেশনা বাতিলের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে শুরু করেন।