বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

বাংলাদেশি কিশোরকে গুলি করে হত্যা; লাশ হস্তান্তর করল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুরইছড়া বস্তি সীমান্তে ১৫ বছর বয়সী বাংলাদেশি কিশোর পারভেজকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পারভেজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ।

আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

গতকাল রোববার বিকেলে উপজেলার মুরইছড়া বস্তি সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় আরও এক যুবক গুলিবিদ্ধ হন। নিহত পারভেজ কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত যুবক একই গ্রামের মৃত ছাদই মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান।

জানা গেছে, গতকাল বিকেলে পারভেজ ও ছিদ্দিকুর রহমান মুরইছড়া বস্তি সীমান্তের জিরো লাইন এলাকায় যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং ঘটনাস্থল থেকে চলে আসার চেষ্টা করেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান পারভেজ।

এ সময় ছিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ছিদ্দিকুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হয়। অন্যদিকে বিএসএফ নিহত পারভেজের মরদেহ ভারতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ।

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং শেষে আজ রাত পৌনে ৮টায় পারভেজের মরদেহ তার বাবা আছকির মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img