বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

পথচারীদের তৃষ্ণা নিবারণে শরবত বিতরণ করল জামিয়া রশীদিয়া

তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে এক ভয়াবহ পরিস্থিতি। এমতাবস্থায় পথচারীদের তৃষ্ণা নিবারণের শরবত বিতরণ করেছে জামিয়া রশীদিয়া ঢাকা।

বৃহস্পতিবার (২ মে) ঢাকা-ডেমরা রোডে পথচারীদের মধ্যে কাজলা ব্রীজ মেইন রোডের পাশেই অবস্থিত জামিয়া রশীদিয়া ঢাকার পক্ষ থেকে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়।

শরবত বিতরণকালীন উপস্থিত ছিলেন জামিয়ার আমীনুত তালীম (শিক্ষাসচিব) মুফতী রশিদ আহমাদ তকি সহ জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ।

আরও ‍উপস্থিত ছিলেন, মাওলানা জামিল সিদ্দিকী, মাওলানা ইনজামুল হক, মাওলানা আব্দুর রহমান আল হাদী, মাওলানা আজহারুল ইসলাম এবং মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।

সহযোগিতায় ছিল মাদানী নেসাব ১ম বর্ষের শিক্ষার্থীরা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img