শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় বাহিনীর এক সদস্য নিহত

অধিকৃত কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোটে ভারতীয় বাহিনীর দুইটি গাড়িতে হামলা চালিয়েছে স্বাধীনতাকামী মুসলিমরা। এতে ভারতীয় বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার (৪ এপ্রিল) জরানওয়ালি থেকে বিমান বাহিনী স্টেশনে যাওয়ার পথে স্বাধীনতাকামীদের হামলার মুখে পড়ে ভারতীয় বাহিনী।

এক বিবৃতিতে ভারতীয় বাহিনী জানিয়েছে, পুঞ্চ জেলার শাহশিতার এলাকায় দুটি গাড়িবহরের ওপর হামলা চালানো হয়। এর মধ্যে একটি গাড়ি ছিল বিমান বাহিনীর। আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে বলে দাবি করেছে ভারতীয় বাহিনী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ