শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত বিপজ্জনক : ইসরাইলী সাংবাদিক

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মন্ত্রিসভা গাজ্জা যুদ্ধ চলা অবস্থায় দেশটিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করেছে। আল-জাজিরাকে ইসরাইলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি।

ইসরাইলের সাংবাদিক হাগাই মাতার বলেছেন, আল জাজিরার ওপর ইসরাইলী নিষেধাজ্ঞা অনৈতিক এবং অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত।

+৯৭২ ম্যাগাজিনের নির্বাহী পরিচালক হাগাই মাতার আল জাজিরা বন্ধে ইসরাইলী সরকারের সিদ্ধান্তকে “বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা” বলে বর্ণনা করেছেন।

ইসরাইলী সাংবাদিক আল জাজিরাকে বলেছেন, নিষেধাজ্ঞাটি ‘স্পষ্টতই একটি অপরাধমূলক এবং খুব বিপজ্জনক সিদ্ধান্ত’ এবং এই পদক্ষেপটিকে ইসরায়েলের ওপরও আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন তিনি। কারণ, এটি দেশের (ইসরাইলের) নাগরিকদের বিকল্প তথ্যের উৎসকে অস্বীকার করে।

মাতার আরও বলেন, ইসরাইলী গণমাধ্যমে গাজ্জা থেকে আসা তথ্যে আমাদের খুব সীমিত প্রবেশাধিকার রয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলের মধ্যে আল জাজিরার সাংবাদিকদের অনুপস্থিতির অর্থ হলো, ইসরাইরের সমাজের বিভিন্ন কণ্ঠস্বরও বিশ্বজুড়ে কম শোনা যাবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ